বিষন্নতায় বিধ্বস্ত যার পৃথিবী,আমি তার।
সৌভাগ্য বয়ে আনা সকালগুলোর ঠাঁই হয়নি
জীবনের নিয়মিত ধারাপাতে।
অনন্ত দূরত্ব বাড়িয়েছে একটি সিল্কের চাঁদর !
হ্যাঁ অবাক হওয়ারই কথা,
বিশ্বাসের নুড়িপাথরগুলি যখন গড়িয়ে পড়ছে দ্রুত
তখনও চন্দ্রস্নানের মগ্নতায় নিমজ্জিত আমার আকাশ ।
অপার্থিব শূন্যতা হৃদয়ের চিলেকোঠায়
দূর হতে নয়নাভিরাম সূর্যাস্ত পর্যন্ত চেয়ে থাকি
মুগ্ধতা ছড়িয়ে ফিরে আসে সে বিস্তীর্ণ আবাদভূমি ছেড়ে
আমার ছড়ানো ছিটানো নিস্তব্ধতা ভেঙে এক পশলা বৃষ্টি নামে,
অপেক্ষায় থাকে সোনালী সকাল অনন্তকাল অবধি ।