
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ীর ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব আগামী ২৯ ফেব্রুয়ারী ও ১, ২ মার্চ বৃহস্পতিবার-শনিবার পর্যন্ত ঠাকুরবাড়ীর প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য বার্ষিক মহোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে এক মতবিনিময় সভা ঠাকুরবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম মুন্না, ইউপি সদস্য আবুল মনসুর, ইউপি সদস্য রওশন আরা আকতার, ইউপি সদস্য রমা ঘোষ ও সাবেক ইউপি সদস্য রমা বৈদ্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি রনজিৎ চৌধুরী বাচ্চু, সহ-সভাপতি প্রদীপ মল্লিক, সহ-সভাপতি বরুণ ভট্টাচার্য, প্রচার-প্রকাশনা সম্পাদক রনজিত কুমার শীল, সদস্য সমীরণ কান্তি দেব, সদস্য রাজীব পাল, সনি দাশ ও সাগর চৌধুরী প্রমূখ।