চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ভিডিপি সদস্য সদস্যাদের স্বাস্থ্য সুরক্ষায় ০১ (এক) দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. রোজ মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক ( বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) এর উদ্যোগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক এর আয়োজনে বাঁশখালী উপজেলার গুনাগরী আনসার-ভিডিপি ক্লাবে চট্টগ্রাম জেলা কমান্ড্যান্টের সহযোগিতায় বাহিনীর ভিডিপি সদস্য/সদস্যাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূলে ঔষধ বিতরণ করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মো: সাইফুল্লাহ্ রাসেল (বিএএম, পিএএমএস) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ জিয়াউর রহমান, সার্বিক ব্যবপস্থাপনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক এ এইচ এম সাইফুল্লাহ হাবিব। আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানা । দিন ব্যাপী এ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন বাঁশখালী উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রানা ভট্টাচার্য, উপজেলা প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা দলনেত্রী সহ তৃণমূলের আনসার ও ভিডিপির সদস্যরা।
রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ১। ডা. মো: জাকারিয়া মাহমুদ ২। ডা. মো: ইফতেখার আলম ৩। ডা. খাজা হোসেন মো: কাউছার ৪। ডা. শিরিনাজ বেগম। সহযোগিতায় ছিলেন মেডিকেল এসিস্ট্যান্ট মো: জহিরুল ইসলাম, মোসা: শারমিন আক্তার, অনুদর্শী বড়ুয়া , সজিব হোসেন । ভিডিপি সদস্যরা বলেন মহাপরিচালক মহোদয়ের এমন উদ্যোগে আমরা ফ্রি মেডিকেল ও বিনামূল্যে ঔষধ পেয়ে অনেক উপকৃত হয়েছি। উল্লেখ্য , প্রায় ৫০০ জন রোগীর মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।