আজঃ মঙ্গলবার ২৪ জুন, ২০২৫

বাঁশখালীতে আনসার ও ভিডিপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

প্রেস রিলিজ

বাঁশখালীতে আনসার ও ভিডিপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ ।
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ভিডিপি সদস্য সদস্যাদের স্বাস্থ্য সুরক্ষায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সম্পন্ন হয়েছে।
২৭ ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক ( বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) এর উদ্যোগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক এর আয়োজনে বাঁশখালী উপজেলার গুনাগরী আনসার-ভিডিপি ক্লাবে চট্টগ্রাম জেলা কমান্ড্যান্টের সহযোগিতায় বাহিনীর ভিডিপি সদস্য ও সদস্যাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূলে ঔষধ বিতরণ করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মো: সাইফুল্লাহ্ রাসেল বিএএম, পিএএমএস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ জিয়াউর রহমান, সার্বিক ব্যবপস্থাপনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট উপ-পরিচালক এ এইচ এম সাইফুল্লাহ হাবিব। আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানা । দিন ব্যাপী এ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন বাঁশখালী উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা রানা ভট্টাচার্য, উপজেলা প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা দলনেত্রী সহ তৃণমূলের আনসার ও ভিডিপির সদস্যরা।
রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো: জাকারিয়া মাহমুদ মো: ইফতেখার আলম ডা. খাজা হোসেন মো: কাউছার ডা. শিরিনাজ বেগম সহযোগিতায় ছিলেন মেডিকেল এসিস্ট্যান্ট মো: জহিরুল ইসলাম, মোসা: শারমিন আক্তার, অনুদর্শী বড়ুয়া , সজিব হোসেন । ভিডিপি সদস্যরা বলেন মহাপরিচালক মহোদয়ের এমন উদ্যোগে আমরা ফ্রি মেডিকেল ও বিনামূল্যে ঔষধ পেয়ে অনেক উপকৃত হয়েছি। উল্লেখ্য , প্রায় ৫০০ জন রোগীর মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে মো. রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, রমজান আলী দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। তবে কারও সঙ্গে তার বিরোধ ছিল কি না, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে লাশ উদ্ধার করি। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু।

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী খলিশাকুড়ী পোস্ট অফিসের সামনে ভিআইপি নামসম্বলিত কোচের পিছন থেকে ধাক্কায় প্রাণ গেল পাগলু চালক আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুনের (১৫)।

মঙ্গলবার ২৪-শে জুন সকাল আনুমানিক ৮:টার সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী খোশ বাজার এলাকার খলিশাকুড়ী পোস্ট অফিসের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ও তার মেয়ে রুবাইয়া খাতুন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশ বাজার এলাকার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। এবং রুবাইয়া খাতুন বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রতিদিন সকালে বাবা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বের হতেন সংসারের দায় মেটাতে। কিন্তু আজ আর বাবা মেয়ের ঘরে ফেরা হলো না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি কোচ (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। এসময় কোচটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিস অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ কোচের ধাক্কায় ‘পাগলু’ গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাগলু গাড়িটির চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তার ওপর এবং পাগলু গাড়িটিতে একমাত্র যাত্রী হিসেবে অবস্থান করা তার মেয়ের মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেয়ে রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‌খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ