চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ. সালাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমিকরা এদেশের উন্নয়নের মূল চাবিকাঠি। এদের যথাযথ মূল্যায়ন এবং জীবনমান উন্নয়নে শ্রমিক লীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজ বেলা ৪ ঘটিকায় চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম-এর সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। শুরুতে ¯^াগত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদার। বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ আবু লাইছ, রবিউল হোসেন, অধ্যাপক হুমায়ুন কবীর, চৌধুরী সেলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ত্রিদীপ বড়–য়া, এনায়েতুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবু ছৈয়দ, দাউদ খান আকাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার লাভলী, সাইফুদ্দিন রূপন, হাবিবুর রহমান, জামাল উদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ মানিক প্রমুখ।