নোয়াখালীতে মাদককে না বলুন,এই শ্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে শিক্ষার্থী সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে আয়োজিত মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক আয়োজনে,অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রট তামান্না মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোক্তাহিল বিল্লাহ, জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার,জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, নোয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি বখতিয়ার সিকদার,সাংবাদিক,সহ নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৬৯ জন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ।
মাদকবিরোধী কর্মশালায় এসে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্কুল, কলেজ,মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা যেন মাদকাসক্তিতে যুক্ত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য নির্দেশ দেন।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে শিক্ষার্থী সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে আয়োজিত মাদকবিরোধী কর্মশালাতে অংশগ্রহণকারী সকল প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকগণকে সচেতন করেন।পাশাপাশি স্কুল,কলেজ,মাদ্রাসায় ছাত্র-ছাত্রীরা যেন মাদকাসক্তিতে যুক্ত না হয় সে দিকে কঠোর নজরদারি রাখার জন্য নির্দেশ দেন।এছাড়া কিভাবে দেশ বিদেশে মাদক পাচার হয় সেই বিষয়টা তুলে ধরেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ।