আজঃ শুক্রবার ২১ মার্চ, ২০২৫

গৌরীপুরে১৮ জনকে কামড়ে দিয়েছে কুকুর

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে দুদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৮জন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রবিবার ও শনিবার উপজেলা ও পৌর শহরের পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটে।
রবিবার কুকুরের কামড়ে আহতরা হলেন- পৌর শহরের মধ্যবাজার মহল্লার অঞ্জনা রানী (৪৪), মধ্য ভালুকা মহল্লার মোঃ আরিয়ান (৪), বেকারকান্দা গ্রামের মোঃ সিয়াম (৩), ঘোষপাড়া মহল্লার মোঃ সাইম (৮), সরকার পাড়া মহল্লার অরণ্য সরকার (৭), কৃষ্ণ সরকার (৩), মোঃ রফিক (৬), শিমুল (৬),জায়ান (৫)। এছাড়া শনিবার কুকুরের কামড়ে আহতরা হলেন- সতিষা গ্রামের নুরুল হকের মেয়ে ফাতেমা খাতুন(১০) ও জহিরুল ইসলামের মেয়ে জিনিয়া(৫) পশ্চিম দাপুনিয়া মহল্লার পায়েল আহম্মেদের ছেলে রাফি (৫) ও জায়েদুল ইসলামের স্ত্রী রুণা আক্তার(৩০), সাতুতি গ্রামের ঝর্ণা আক্তার(৯) ও ইসমাইল(৬), রুনা আক্তার(৩২, সামিহা(৭), জান্নাতুল(১৪)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা বিনতে মজিদ বলেন, আজ কুকুরের কামড়ে আহত নারী ও শিশু সহ নয়জন হাসপাতালে এসেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ভ্যাকসিনের জন্য ময়মনসিংহের সূর্যকান্ত (এসকে) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরুতর আহত রাফির বাবা পায়েল আহম্মেদ জানান, শিশুটি বিকালে বাসায় পিছনে খেলা করছিল, এ সময় একটি কুকুর দৌড়ে এসে তাকে কামড়াতে থাকে। তার ঘাড়, পিঠ ও হাত রক্তাক্ত হয়ে যায়। আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক পুলিশ হেফাজতে।

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুকে ডবলমুরিং থানা পুলিশ তদের হেফাজতে রেখেছে। সন্ধ্যায় এ রিপোর্টয় লেখাকালে মো. শরীফ মাহমুদ অপু থানায় রয়েছেন। এর আগে তাকে অবরুদ্ধ করে রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা। তাদের দাবি— গত বছরের ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত চিঠিত কারফিউ জারি হয়েছিল। তাই তাকে আটক করতে হবে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বনানী কমপ্লেক্স সংলগ্ন বাংলাদেশ বেতার ভবনে নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাকে হেফাজতে নিয়েছেন।

জানা গেছে, মো. শরীফ মাহমুদ অপু কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনের ছেলে। তাঁর বাবা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়া শরীফ মাহমুদ অপু তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রায় ১০ বছর জনসংযোগ কর্মকর্তা ছিলেন। অভিযোগ আছে, অবৈধ আয়ের অর্থে বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট এমনকি ব্যাংককের পাতায়ায় রেস্টুরেন্ট দিয়েছেন তিনি। রাজধানীর বসুন্ধরা, উত্তরা ও গুলশানে বেশ কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন। নিজের ও স্ত্রীর ব্যাংক হিসাবে রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা।

আরও অভিযোগ আছে, পুলিশের এসপি, ওসি ও এসআই বদলির পাশাপাশি তিনি অন্তত অর্ধশত ব্যবসায়ীকে অস্ত্রের লাইসেন্স পাইয়ে দিয়েছেন। যার বিনিময়ে অপু নিজের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জন্য নিয়েছেন ১৫ থেকে ২০ লাখ টাকা করে। এসব টাকার বড় একটি অংশ দিতে হতো কামালের ছেলে অথবা তাঁর স্ত্রীর কাছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালককে আটকে রেখেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা। তাই এ বিষয়ে

বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব শিক্ষার্থী সেখানে আছেন তারা কোনো রাজনৈতিক দলের পদে আছে কি-না তা জানা নেই। ছাত্রদের দাবি, গত বছরের ৪ আগস্ট তাঁর (অপু) স্বাক্ষরিত চিঠিতে নাকি কারফিউ জারি হয়েছিল।

তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, যতটুকু জেনেছি, ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে একটি মামলা রয়েছে। আমরা দুদকের সাথেও যোগাযোগ করেছি। তাদের তদন্ত চলমান রাখা অবস্থায় আটক দেখাবে কিনা তারা জানাবে। আপাতত তাকে আমরা হেফাজতে নিয়ে আসবো। এরপর ঊর্ধ্বতনদের সাথে আলাপ করে ব্যবস্থা নেব।

দুপুরে জানতে চাইলে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপু বলেন, কিছু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোক আমার অফিসে এসেছে। তারা আমাকে ফ্যাসিবাদের দোসর বলছে। আমিতো সরকারি চাকরি করি, সিদ্ধান্ত সরকার দেবেই। তারা দাবি করছে, আমি কারফিউর ঘোষণা দিয়েছিলাম আন্দোলনের সময়ে। সরকারি দায়িত্ব পালন করেছিলেন দাবি করে তিনি বলেন, আমিতো স্বরাষ্ট্রমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ছিলাম না। আমি ছিলাম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। সেই হিসেবে

মন্ত্রণালয়ের নির্দেশ আমি পালন করেছি। এখন যিনি মন্ত্রণালয়ে আছেন জনসংযোগ কর্মকর্তা তিনিও পালন করছেন তার দায়িত্ব। আমি না থাকলে তখন আরেকজন থাকতো। এটা কেউ না কেউ দায়িত্ব পালন করবেই।
জানা গেছে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারে বলা হয়েছে, শরীফ মাহমুদ অপু ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে এ তথ্য পাওয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ।

চট্টগ্রাম মহানগরীর সিনেমা প্যালস চত্বরে বিকাল ৪টায় নারী ধর্ষণ নির্যাতন, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ জানমালের নিরাপত্তা, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মসিউদ্দৌলা, সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড আশোক সাহা, বাসদ( মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ । আরো উপস্থিত ছিলেন সিপিবির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর, বাসদ নেতা হেলাল উদ্দিন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আকরাম হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, গণভ্যুথানের যে আকাঙ্খার উপর বর্তমান সরকার গঠিত হয়েছে তার একের পর এক ভুল ও প্রশ্নবিদ্ধ পদক্ষেপ জনগণকে হতাশ করছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার হাতবদল হলেও ব্যবস্থার বদল হয়নি, বরং শাপলা চত্বর আর শাহবাগের মতো অহেতুক বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। যে বৈষম্যবিরোধী আন্দোলন জনগণ

করেছে সেই জনগণের উপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম্য এখনো বন্ধ হয় নি। জনগণের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। অন্যদিকে গত কয়েকদিন দেশের মধ্যে নারী ধর্ষণ,খুন ও নিপীড়নের ঘটনায় জনগণ আতঙ্কিত ও ক্ষুদ্ধ। মাগুরায় শিশু আছিয়া বর্বরভাবে ধর্ষিত হওয়ার ঘটনায় প্রমাণ করে এই সরকার এখনো জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে

পারে নি, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার লোকদেখানো বকুনিতে মানুষ অতীতের স্বৈরাচারী শাসকদের প্রতিচ্ছবি দেখা যায়। তাই এই ব্যর্থ উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে।” সম্প্রতি বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের বেতন বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছে। অতীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়েও ইদের আগে শ্রমিকরা তাদের বেতন বোনাসের দাবিতে রাস্তায় নামত। এই সরকারের আমলেও৷ আমরা তার ব্যাতিক্রম দেখছিনা। অবিলম্বে ইদের আগে সব শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। গত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছিলো, জনগণ ভোট দিতে পারেনি। আমরা দেখছি এই অন্তর্র্বতীকালীন সরকার এখনো

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে পারেনি।
সমাবেশে বক্তারা নারী ধর্ষণ নির্যাতন বন্ধ, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ জানমালের নিরাপত্তা, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ ও কালবিলম্ব না করে দ্রুত সময়ে নির্বাচনের আয়োজন ঘোষণাসহ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ