
ছৈয়দুল আজম হযরত হাফেজ খাজা হাকীম শাহ মোহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী ( রহ:) এর প্রধান খলীীফা গাজীয়ে দ্বীনে মিল্লাত হযরততুলহাজ্ব আল্লামা শায়খ হযরত মোহাম্মদ আব্দদুল জলীল শাহ ( রহ;) এর ৫৮ তম সালানা বার্ষিক ওরশ মোবারক রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়ায় জলীলিয়া রহমানিয়া দরবার শরীফে আগামী ১৫ মার্চ শুক্রবার ২০২৪ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে অনুস্টিত হবে। উক্ত ওরশ মোবারকের কর্মসূচির মধ্য রয়েছে খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল,নাতে মোস্তফা( সা:), আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। এতে সকলকে উপস্হিত থাকার জন্য আনজুমানে জলিলীয়া রহমানিয়া বাংলাদেশের সভাপতি শাহজাদা ছৈয়দ মাওলানা মোহাম্মদ সারোয়ার আজম বিনীত অনুরোধ জানিয়েছেন।