আজঃ শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫

বোয়ালখালীতে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব সম্পন্ন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ির ৩ দিনব্যাপী বার্ষিক মহোৎসব গতকাল ৩ মার্চ রোববার ভোরে ঠাকুরবাড়ী অঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসুচীর মধ্যে ছিল-শ্রীমদ্ভগবত গীতা পাঠ, চন্ডী পাঠ, শ্রীশ্রী ঠাকুরের পুজা, ভোগারতি, বাংলাদেশ বেতার-টেলিভিশন ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ, দুপুর ও রাতে প্রসাদ বিতরণ। প্রতিদিন নামসুধা বিতরণে ছিলেন-বিশ্ববন্ধু সম্প্রদায় (ফরিদপুর), রাস লীলা অষ্টসখী সম্প্রদায় (মাদারীপুর), জয় নিতাই সম্প্রদায় (মাদারীপুর) ও নব লক্ষী নারায়ণ সম্প্রদায় (গোপালগঞ্জ)। মহোৎসবের উদ্বোধনী দিনে অর্থ্যাৎ গত বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সময়ে বাংলাদেশ বেতার-টেলিভিশনের শিল্পী পূজা ভঞ্জ ও তš^ী নন্দীসহ স্থানীয় ৭০ জন শিল্পী সংগীত পরিবেশ করেন। শিল্পীদের প্রত্যেককে পুরস্কার ও সম্মানী হিসেবে ৫’শ টাকার প্রাইজবন্ড দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রনজিৎ চৌধুরী বাচ্চু, সহ-সভাপতি বরুন ভট্টাচার্য, সহ-সভাপতি প্রদীপ মল্লিক, যুগ্ম সম্পাদক শ্যামল মজুমদার, সহ-সম্পাদক সমীরণ কান্তি দেব, প্রচার-প্রকাশনা সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, মেলা পরিচালনা সম্পাদক বিটু মিত্র, সাংস্কৃতিক সম্পাদক তুষার নন্দী ফুলু, সদস্য অশোক ধর, পংকজ চক্রবর্তী, জগদীশ চৌধুরী, জ্যোর্তিম্ময় চৌধুরী, লিটন ঘোষ, রাজীব পাল প্রমূখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বোয়ালখালী। এখানে সকল ধর্মাবলম্বীদের মাজার ও মঠ-মন্দিরসহ প্রখ্যাত ধমীয় পীঠস্থান রয়েছে। সকল ধর্মের লোকজন এখানে দীর্ঘকাল ধরে নির্বিঘেœ ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করে আসছে। শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরের আদর্শ বুকে ধারণ করতে পারলে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সুশীল সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাতালকালী মন্দির একতা সংঘের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন

নগরীর পশ্চিম ফরিদাপাড়াস্থ শ্রী শ্রী পাতালকালী মন্দির একতা সংঘের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চনা ও সরস্বতী পূজা উপলক্ষে ২ ফেব্রুয়ারি, রবিবার মায়ের শুভ অধিবাস ও ঘট স্থাপন এবং ৩ ফেব্রুয়ারি, সোমবার মায়ের পূজা, পুষ্পাঞ্জলি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শঙ্খধ্বনি, ভোগ, মহাপ্রসাদ,

ধর্মীয় আলোচনা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। সবুজ মিত্র মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী পাতালকালী মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ, শ্রীমৎ গোপাল গিরি মহারাজ, শ্রীমৎ বরুণানন্দ গিরি মহারাজ, আশীষ ধর, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ঝুমুর সর্দার। অনুষ্ঠানে আরো

উপস্থিত ছিলেন পলাশ বিশ্বাস, বিপ্লব পাল, রিটন চৌধুরী, সুনীল দত্ত, সেন্টু দাশ, রাকেশ মিত্র, ইমন দাশ, নয়ন চক্রবর্তী, উজ্জ্বল দে, সঞ্জয় পাল, সুফল পাল, রুবেল ধর, নিতাই রুদ্র। দুদিনব্যাপী অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, বিমূঢ় যুগের অন্ধকার নগরে যিনি জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেন, সেই আরাধ্য দেবী সরস্বতী।

সফিনগর রাধাকৃষ্ণ গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বার্ষিক গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাটহাজারী ফরহাদাবাদ সফিনগর বসন্তর শীলের বাড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা ও সরস্বতী পূজা উপলক্ষে ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বার্ষিক গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন সুজন শীল, সুমন শীল, বিজন শীল। এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়নের সভাপতি গকুল মল্লিক, সাধারণ সম্পাদক মানিক নাথ, অর্থ সম্পাদক শ্রী টিপলু নাথ ও গীতা

স্কুলের সাবেক শিক্ষক ইমন, শিক্ষক ঐরূপ শীল, সফিনগর শীল বাড়ির সভাপতি রুবেল শীল। আরো উপস্থিত ছিলেন সফিনগর শীল বাড়ির সকল সদস্য। অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ