এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আল জোবায়ের হৃদরোগে আক্রান্তে মারা যাওয়া রাউজানের জেবল আহম্মদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন রাউজান সমিতির দুবাই কেন্দ্রীয় কমিটি। গত বৃহস্পতিবার আমিরাতে তাদের আত্মীয়র মাধ্যমে তার পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করে। এ ব্যাপারে দুবাই রাউজান সমিতির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পলাশ জানান, গত ১ মাস আগে নিহত রাউজানের রেমিট্যান্স যোদ্ধা জেবল আহম্মদের স্বজনদের হাতে রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আর্থিক নগদ টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি খোরশেদ জামান খোরশেদ, সাধারণ সম্পাদক কাজী ওমর গণি, উপদেষ্টা সদস্য আলহাজ্ব নজরুল। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের কল্যাণে সহযোগিতা করে যাচ্ছেন এই সংগঠন।
বিগত বছরগুলোতে আরও কয়েকটি লাশ দেশে আনতে রাউজান সমিতি আর্থিক সহযোগিতা করেন।












