আনন্দী সঙ্গীত একাডেমির ১৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপল¶ে সঙ্গীতানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা আগামীকাল ৯ মার্চ শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনিস্টিউটের গ্যালারী হলে অনুষ্ঠিত হবে। এতে আনন্দী পুরস্কার পাচ্ছেন ডাঃ বাবুল সেন গুপ্ত ও শিল্পী শ্যামল মিত্র। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী কাবেরী সেন গুপ্তা ও প্রধান অতিথি থাকবেন কবি অধ্যাপক হোসাইন কবির। অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে অংশ নিবেন সুভাষ দাশ, মাধবী চৌধুরী, রতন ধর, অনিমেষ বড়ুয়া, ¯^পন কান্তি দত্ত, দোলন কান্তি দাশ, সুস্মিতা সাহা, শিল্পী প্রিয়াসা বিশ্বাস জুঁই, প্রাঙ্গন ধর, অনিন্দিতা দত্ত ও সৃজিতা দে সৃজা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, গুণীজন, শিল্পী, কলাকুশলীদের উপস্থিত থাকার জন্য তবলা শিল্পী সুরজিৎ সেন বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।