রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের রাউজানে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে আহত রুনা আকতার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। (৮ মার্চ) শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুনা রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সুলতানপুর ছিটিয়াপাড়া গ্রামের প্রয়াত আবুল কাশেমের স্ত্রী। তিনি গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে চমেকে ভর্তি করা হয়। সেখানে তাঁর একটি পা কেটে ফেলা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত।