দক্ষিণ ফটিকছড়ির সেচ্ছাসেবী সংগঠন " আলোর পথে " ১০ বছর পূর্তি উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন কার্যক্রম পালন এর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শেষ করে। এগিয়ে যাওয়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মের প্রতি আহবান,,, এই স্লোগানই হল এই সংগঠনের মূল স্লোগান।
আজ হতে ১০ বছর আগে একঝাঁক স্বপ্নবাজ তরুণদের হাত ধরে এই আলোর পথে সংগঠনটির পথ চলা শুরু হয়। সেই হতে আজ অবধি এই সংগঠন টি সমাজের বিভিন্ন সেচ্ছাসেবী কাজ ও মানবসেবা মূলক কাজ করে আসতেছে। এই ছাড়া এলাকায় শিক্ষা মূলক কাজে তারা বিভিন্ন অবদান রেখে শিক্ষার অগ্রদূত হিসেবে এগিয়ে গিয়েছে। এমনকি মহামারি করোনার সময় তারা বিভিন্ন কার্যক্রমে এগিয়ে এসে এলাকায় নজীর স্থাপন করেন। বিভিন্ন গরীব দুঃখী ছাত্র ছাত্রীদের সাহায্যে তারা তাদের এগিয়ে থাকেন।
আজ তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে এই সংগঠন ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেন। শুক্রবার ৮ মার্চ সকাল ১০ টায় উত্তর ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। সভাপতিত্ত্ব করেন ধর্মপুরের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতী ফকরুল আনোয়ার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতী ফকরুল আনোয়ার।
প্রধান আলোচক ছিলেন তরুণ আওয়ামী লীগ নেতা ও ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বখতেয়ার সাঈদ ইরান।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাজেদুল করিম, সমাজ সেবক লায়ন কামাল উদ্দীন, উত্তর ধর্মপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ বেলাল, সহকারী শিক্ষক বেলাল উদ্দীন, যুবনেতা মাহি উদ্দীন, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মুন্সি, ব্যাংকার আলি মসকুর, ইসমাইল চৌধুরী বিবলু, মাস্টার শফিউল বশর বাবলু। আরো উপস্থিত ছিলেন
আলোর পথের প্রতিষ্ঠিতা সদস্য উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি ইয়াছিন আরমান, সংগঠক ইমরুল হাসান মুন্না, মহসিন কাউসার,আব্দুল কুদ্দুস, বখতেয়ার হোসেন রিটু, জমির উদ্দীন।
সদস্য বৃন্দ ফয়সাল চৌধুরী জামাল, আহসান উল্লাহ, শহিদুল ইসলাম নান্নু, আব্দুল আহাদ, শাহাদাত হোসেন, শামিম, জোনায়েদ, তাইসিন, রুকন, উজ্জ্বল, জিহান প্রমূখ।
এই ফ্রী চিকিৎসা ক্যাম্পে সেবা সমূহ ছিল:- চক্ষু, মেডিসিন, চর্ম, নাক কান গলা, অর্থোপেডিক্স, নিউরোলজি, শিশু, ব্লাড ক্যাম্পিং, খৎনা সেবা সমূহ দেওয়া হয়।
ক্যাম সম্পন্ন আজকে সকাল দশটা হতে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। এতে শত শত এলাকার রোগী চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। এতে আগত অতিথিরা এলাকার যুব সমাজের এই উদ্যেগের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই ধরনের কার্যক্রম চালিয়ে নিতে আহবান জানান এবং যে কোনো সাহায্য সহযোগিতায় তাদের সাথে পাবেন এই আশ্বাস দেন।।