পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রামের দুঃস্থ ও অসহায়দের জন্য ‘প্রতিদিনের ইফতার’-এর উদ্যোগ নিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার। রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোঃ তকি সিকদার সার্বজনীন জামে মসজিদে এই উদ্যোগ বাস্তবায়িত হবে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মোহাম্মদ ইউসুফ এবং সাধারণ সম্পাদক তরুণ আওয়ামী লীগ নেতা মো. শওকত নোমান বাবু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এলাকার যে কেউ প্রতিদিনের ইফতারে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিবছরের ন্যায় এবারও ‘শত পরিবারে লক্ষ টাকার হাসি’ শিরোনামে আয়োজনে গ্রামের ১০০ পরিবারকে ১ লক্ষ টাকা প্রদান করা হবে।