চট্টগ্রামের সাতকানিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।১২ই মার্চ২০২৪ মঙ্গলবার সকালে সাতকানিয়ার সোনাকানিয়া ৫নং ওয়ার্ডে গেলে স্থানীয়রা এই তথ্য জানান।
স্থানীয় এবং সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দুইদিন আগে সকাল ১১টায় সন্ত্রাসী কায়দায় ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার কাদের ও তার সহযোগীরা আওয়ামী লীগের অফিস লুটপাট করে এবং বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেন। ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সাতকানিয়ায় থানায় এই বিষয়ে অভিযোগ করলে সাতকানিয়া থানা কর্তৃপক্ষ অভিযোগ আমলে নিয়ে তদন্ত করেন এবং এস আই খায়রুল ও এস আই নুরুন্নবীর নেতৃত্বে অভিযুক্ত কাদের মেম্বারকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা বাদী আবুল কালাম বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে আসলে উপস্থিত সকলের সম্মুখে সে ওয়ার্ড আওয়ামী লীগ তালা ভাঙ্গনে এবং চেয়ার টেবিল সরানো এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের কথা স্বীকার করেন। এদিকে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, আমি ১৯৬২ সাল থেকে আওয়ামী লীগ করে আসছি, এটা কেন করেছি সেটা অন্য বিষয়। তবুও আমার বিরুদ্ধে মামলা হলে আমি আদালতে তার জবাব দিব। এই কথা বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।