নেত্রকোনার মদনে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ইউএনও'র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এটিম আরিফ, ইউপি চেয়ারম্যান এন আলম, সামিউল হায়দার সফি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ। সভায় পাইকারি, খুচরা, বিভিন্ন হোটেল মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ রাখা এবং কোন ধরণের বেজাল পণ্য বিক্রি করবেনা বলে উপজেলা প্রশাসনকে আশ্বস্ত করেন।