ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজের অফিস সহকারী মোঃ রানা (২৫) নিজেদের বিল্ডিংয়ের রুমের জানালার সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।১৪ মার্চ পুলিশ আত্মহত্যার খবর পেয়ে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পিতা বেলায়েত হোসেন ও মাতা-শাহনাজ বেগম বলেন আমাদের বিল্ডিং ভিতর পূর্ব পাশের নিজের থাকার রুমের জানালার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আমার ছেলে রানা আত্মহত্যা করে। শাহনাজ বেগম (৫০) আরও বলেন সেহরি খাওয়ার জন্য ডাক দিতে গেলে ভেতর থেকে কোন শব্দ না করলে চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে দেখন গলায় ফাঁস লাগাইয়া মারা গেছে। স্হানীয় লোকজন জানান প্রেম ঘটিত কারণে প্রেমিকার সাথে অভিমান করে আত্মহত্যা করছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। নগকান্দার থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন লাশের পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।