ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।তিনি বলেন, সদর থানায় বিভিন্ন মানুষের মোবাইল ফোন হারানো জিডি হয়েছিলো। পরবর্তীতে জেলা পুলিশের আইসিটি শাখার তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনা করে সাত দিনের মধ্যে মোবাইল গুলো উদ্ধার করেন। প্রেসব্রিফিংএ পুলিশ বলেছে মোবাইলগুলো হস্তান্তর করা হয়েছে।
ব্রিফিংকালে অতিরুক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির উপস্থিত ছিলেন।