চবি নবনিযুক্ত উপাচার্যের সাথে ফ্রান্সের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ফ্রান্সের বিশ্বখ্যাত ভাষা ইনস্টিটিউট এর অধ্যাপক বুগনো অলিভিয়ার এবং আলিয়স ফ্রঁসেস চট্টগ্রামের পরিচালক মি. ব্রুনো গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহেরের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চবি উপ-উপাচার্যদ্বয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক শ্রাবণী মল্লিক, উক্ত ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনজুরুল আলম, সাইফুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক মেহেজাবীন মোস্তারী, জেসী ডেইজি মারাক এবং নূর জাহান উপস্থিত ছিলেন।
উপাচার্য ফ্রান্সের প্রতিনিধি দলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে নিয়মিত ডিগ্রী অর্জনের পাশাপাশি একাধিক ভাষায় দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। উপাচার্য চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষা-কোর্সের পাঠক্রম উন্নয়নে সহযোগিতার জন্য আলিয়স ফ্রসেজকে এগিয়ে আসার আহবান জানান। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পূর্বাহ্নে আলিয়স ফ্রঁসেস চট্টগ্রামের পরিচালক মি. ব্রুনো এর অধ্যাপক বুগনো অলিভিয়ার কে সাথে নিয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের অংশ হিসাবে ইনস্টিটিউটের ফরাসী ভাষা কোর্সের মানোন্নয়নে নতুন কারিকুলাম তৈরীতে সহযোগিতা প্রদানের কর্মকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। পরে অতিথিবৃন্দ চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা কোর্সের ছাত্র-ছাত্রীদের সাথেও মতবিনিময় করেন।