
চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। গত রোববার রাত ৯টার দিকে নগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা যুবক হাতব্যাগটি টান মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ওই যাত্রী অভিযোগ করেছেন। ব্যাগে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ছিল।
ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া বলেন, দুই নারী যাত্রীসহ রিকশাটি জামালখান থেকে কাজির দেউড়ির দিকে যাচ্ছিল। পেছন থেকে বাইকে দুই যুবক আসে। পেছনের যুবক এক নারীর কাঁধে থাকা ব্যাগটি টান মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে একইস্থানে মাসখানেক আগে এক বিদেশি আলোকচিত্রী ছিনতাইয়ের শিকার হয়েছিলেন।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বলেন, একজন নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ওই নারী জানিয়েছেন, নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইলসহ তার হাতব্যাগ ছিনতাই হয়েছে। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় স্টেশনারি দোকানি বলেন, এ সড়কে নিয়মিত গাড়ির চাপ থাকে। তবে রোববার ইফতারির সময় গাড়ির চাপ কিছুটা কম ছিল। কাজির দেউড়ি এক নম্বর গলির মুখে এস আলম টাওয়ারের সামনে হঠাৎ চিৎকার-চেঁচেমেচি শুনে দৌড়ে যাই। সেখানে দুজন মহিলা কান্না করছিলেন। এদের একজনের ব্যাগ ছিনতাই হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে বলে তিনি জানান।