চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রমজানের মধ্যে দেশবিরোধী অপশক্তির সিন্ডিকেট বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে গণমানুষের দুর্ভোগ বাড়াতে তৎপর। নিত্যপণ্যের দাম বাড়িয়ে গণমানুষের দুর্ভোগ সৃষ্টিকারী বাজার এসব সিন্ডিকেটের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধসহ এ জাতির সব দুর্যোগ ও সংকটে ভারত আমাদের পাশে ছিল। আজ স্বাধীনতাবিরোধী শক্তি ও বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের রুখে দাঁড়াবার শক্তি আমাদের আছে। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে। নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বক্তব্য রাখেন।