আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

চট্টগ্রামে খেলার মাঠ পেয়ে খুশি শিশুরা

নিজস্ব প্রতিবেদক

হালিশহর ঈঁদগাহ শিশুদের খেলার মাঠ পরিদর্শনকালে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো: হালিশহর বি-ব্লকে পরিত্যক্ত ভূমিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় খেলার মাঠ করে দেয়ায় খুশিমনে খেলছে শিশুরা। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী মাঠটি পরিদর্শনে গেলে শিশুরা মেয়রকে ধন্যবাদ জানায়। এসময় মেয়র বলেন, এ পরিত্যক্ত ভূমিটি পরিদর্শনে আসলে খেলতে গিয়ে একটি শিশু ব্যথা পাওয়ার দৃশ্য দেখে আমি পরিকল্পনা করি মাঠটি উন্নয়নের। পরিত্যক্ত ভূমিটি উন্নয়ন করে খেলার মাঠ ও ওয়াকওয়ে করে দেয়া হয়েছে। এ এলাকায় আগে ঈঁদগাহ ও জানাজার নামাজের স্থানের সংকট ছিল এ মাঠটি সে অভাবও পূরণ করবে। এসময় মেয়র ২৬ নং হালিশহর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। মেয়রের সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মো. ইলিয়াছ, আবদুস সালাম মাসুম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আন্ত ক্রিকেট টি 10 টুর্নামেন্ট সম্পন্ন


চট্টগ্রামের সাগরিকায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত ক্রিকেট টি 10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জাহিদুল করিম কচি।বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আনোয়ার হোসেন মিজান ও আবু ইউসুফ শামীম।

আরও উপস্থিত ছিলেন, ফেরদৌস আলম, শহিদুল ইসলাম সমু, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ আলম, স্পোর্টস একাডেমীর পরিচালক মমিন খন্দকার, সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, আলী হায়দার ছোটন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান তানভীর আহমেদ।

রাণীশংকৈলে দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়ার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   ব্রাহ্মণ বাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি বিএনপির সভাপতি আতাউর রহমান, সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল ডিগ্রি কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, অভিভাবক রফিকুল ইসলামসহ আরো অনেকে। পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ