
তুমি বৃষ্টি কে বলে দাও
বন্যা দিতে
আমি বন্যার জলে ভাসিয়ে যাবো
তোমাকে নিয়ে।
তুমি আকাশ কে বলে দাও
বাতাস দিতে
আমি বাতাসের বেগে উড়ে যাবো
তোমাকে নিয়ে।

তুমি পাহাড় কে বলে দাও
ঝর্ণার জল দিতে
আমি ঝর্ণার জলে স্নান করবো
তোমাকে নিয়ে।
তুমি মেঘ কে বলে দাও
চাঁদ কে ঢেকে রাখতে
আমি অন্ধকারে তোমাকে নিয়ে
পালিয়ে যাবো।

তুমি সমুদ্র কে বলে দাও
বড় বড় ঢেউ দিতে
আমি ঢেউ এর সাথে বিলীন হবো
শুধু তোমাকে নিয়ে।
আমি জীবনকে বলে দিবো
মৃত্যু দিতে
ঐ তাঁরাদের সাথে লুকোচুরি খেলবো
তোমাকে নিয়ে। ।