পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ৮০০ পরিবারের মাঝে উপহার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজিম কনভেনশন সেন্টারে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সাবেক প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ইবনে আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক পিয়ারু, রেখা আলম চৌধুরী, রুহল আমিন তপন, আবদুল মান্নান, পংকজ বৈদ্য সুজন, মনজুর খাঁন, আবু সৈয়দ মাহমুদসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় মেয়র বলেন, মাহে রমজান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্য অন্যতম বিশেষ নিয়ামত। এই মাগফেরাতের মাসে আত্ম-সংযম ও সিয়াম সাধনায় নিজেকে শতভাগ আল্লাহর ইবাদতে নিয়োজিত করতে হবে এবং এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিত্তবান সকলে এগিয়ে আসতে হবে।