উহ্!বাবাগো,কুটুস করে কাটলো দাঁতে জিভের ডগা,
রক্তে গালে লাল হয়েছে ঠিক কেটেছে জিভের রগা।
ব্যথা বেশি লাগছে নাতো এই ধরো তা একটু মত,
রক্ত আদৌ থামছে না তো হচ্ছে তা বের অবিরত।
ভাবছি বসে দাঁতের সাথে জিভের কত সোহাগমাখা,
যত্ন করে মুখের ভিতর খুব যতনে আগলে রাখা।
তারপরেও সুযোগ পেলে দেয় না তো ছাড় একটুখানি,
জিভের ডগা,নয়ত ঠোঁটে দেয় কেটে যে সবাই জানি।
এমনি করে আপন ঘরে পর মানুষে বসত করে,
সুযোগ পেলে কলিজাটা কাটতে থাকে জনম ভরে।
বিশ্বাসেরই সুযোগ নিয়ে খেলবে তোমায় পুতুল খেলা,
তোমার ক্ষতি করতে সময় যায় যে কেটে সারাবেলা।
বাইরে থেকে বুঝবে না তো কীযে তারই মনের ভাষা,
মিষ্টি কথায় ঠিক ভোলাবে, দেখায় কত ভালোবাসা।
সময়মত বুঝবে ঠিকই তখন কিছু নেই যে বাকি,
ভালোবাসার সুযোগ নিয়ে দেবে তোমায় চরম ফাঁকি।
তাইতো বলি তোমার মত নয়ত ভালো অন্য লোকে,
বিশ্বাসেতে পড়লে ধরা কষ্ট পাবে তারই শোকে।
মনটা দিও, প্রাণও দিও, মান দিও না পদতলে,
নয়ত সারা জনম ভরে কাঁদতে হবে চোখের জলে।