
কেউবা খেলায় কেউবা খেলে জীবন খেলার ম্যাচে
কেউবা খেলে হয় যে আউট ষড়যন্ত্রের প্যাঁচে।
প্যাঁচের ক্যাচে কেউবা পড়ে জীবনটা বরবাদ
উঠতে সেজন আর পারে না ভীষণ বড় খাদ।
কারো জীবন আজীবন-ই রয় যে পড়ে পিছে
কূলভাঙা জোর ঢেউয়ের মত জীবনখানাই মিছে।
খেলায় যেজন হয় যে পাকা সেজন বড়ই পাজি
ভাবখানা তার এমন যেন জীবন দিতেও রাজি।

করতে ক্ষতি থাকবে হয়ে অন্ধজনের লাঠি
সময়মত লাঠিই হবে দিয়াশলাইয়ের কাঠি।
চারপাশেতে লাগিয়ে আগুন দেখবে মজা রোজ
ভুক্তভোগী ফাঁদের থেকে রাস্তা করে খোঁজ।
বুঝবে কেমন এই যে বেদন কত্তো বড় ভার
হাজার মণের বোঝা মাথায় কেবল শুধু তার।
মুখোশেরই আড়াল ভেঙে হও যে বিবেকবান
পরের ক্ষতি করতে তোমার বিবেক মারুক টান।
