
পুরুষ কখন কাঁদে জানো
চলার পথ যখন হারিয়ে পেলে,
পুরুষ কখন কাঁদে জানো
সংসারের ঘানি টানতে যখন ব্যর্থ হয়।
পুরুষ কখন কাঁদে জানো
যখন তার চাকরি টা চলে যায়,
পুরুষ কখন কাঁদে জানো
পরিবারের হাসি ফুটাতে যখন হতাশা গ্রস্ত হয়।
পুরুষ সহজে কাঁদে না
পুরুষের চোখের জল সহজে আসে না
এমনকি পিতা মাতা মারা গেলেও সহজে হাউমাউ করে কাঁদে না
পুরুষ কাঁদে একেলা, পুরুষ কাঁদে একেলা।
পুরুষ সহজে কাঁদতে পারে না
ঘরের প্রিয়তমা কিছু খেতে দিয়েছে কিনা দেখেও দেখে না,
পুরুষের কান্না কেউ দেখে না
পুরুষের কান্না বোবা কান্না।
পুরুষের চোখের জল আসে
অতি কষ্ট পেলে,
যখন কাছের মানুষ কাছে থেকেও দূরে সরিয়ে থাকে
তখন অবুঝ শিশুর মতো পুরুষ কাঁদে।।