বেড়ে চলেছে লোক ডানে বায়ে
আশেপাশে তাই কত না পায়ের ছাপ
তার মাঝেও একলা আমার পথ
সে পথে রোজ একলা পেরোই ধাপ।
উত্তুরে হাওয়া বন্দি করেছে ঘরে
দখিন হাওয়া এসেছে এবার দোরে
পারেনি বাহির করতে ওরা আজো
করতে পারেনি বাউন্ডুলে কোনো বারে।
নিজেই নিজের শেকল পরি পায়
দাসত্বে এই নিজস্ব মুক্তি
কারাগারের রাজত্ব এই হাতে