চট্টগ্রামের পতেঙ্গায় ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহ আলম মাঝি (৩৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৪ টায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের ভাই নুর মোহাম্মদ মিস্ত্রি। নিহত শাহ আলম মাঝি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. বোরহানের পুত্র। সে মহেশখালী পৌরসভার শামসুল আলম প্রকাশ মনিয়া ও আনছারুল করিমের মালিকানাধীন ফিশিংবোটের শ্রমিক ছিলো।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামে পতেঙ্গায় ওই ফিশিংবোটে আগুন লেগে ৪ জন আহত ও আব্দুল জলিল নামের একজন নিখোঁজ ছিলেন। গত শনিবার নিখোঁজ আব্দুল জলিলের লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে শাহ আলম মাঝি মারা যান।