চট্টগ্রাম মহানগরীতে ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী নামে সিআর মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল সোমবার খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, পাঁচলাইশ মডেল থানার একটি অভিযানিক দল খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকায় অভিযান পরিচালনা করে সিআর- ৪৫৫/১৩ সংক্রান্ত ৪ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করে।
পাঁচলাইশ মডেল থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।