সাপ নিয়ে যে খেলা করে সেই তো সাপের কামড় খায়,
বিষের জালায় ছটফটিয়ে অবশেষে প্রাণ হারায়।
সাপুড়িয়া সারাজীবন সাপ খেলাতে পেট চালায়,
তার কামড়েই প্রাণ দিতে হয় অবশেষে বিষ জ্বালায়।
এই সমাজের ভাঁজে ভাঁজে কতই সাপের বিচরণ,
সাবধানেতে খেলায় যারা যায় না বোঝা তাদের মন।
বশের ভাবে পাশে থাকে সুযোগ খোঁজে জীবন ভর,
স্বার্থে হঠাৎ লাগলে পরে আপন থেকে হয় যে পর।
সারাজীবন যায় যে ভুলে জমানো সব যত ঋণ,
যায় না কভু আর ফেরানো বাজাও যতই মরণ বীণ।
রক্ত নেশায় বেহুঁশ হয়ে মরণ খেলায় মত্ত রয়,
জেতার আশায় একের পরে অন্য জীবন করে ক্ষয়।
পরের ক্ষতির নেশায় মেতে পাপ করো না আর সবে,
ক্ষমতারই দাপট তোমার চিরকালই না রবে।
মানব জীবন কয়েকদিনের ভয় করো গো একজনার,
সব খেলারই হিসাব নেবেন একটুও না পাবে পার।