
মন খুশিতে মাতল রে আজ
চাঁদের ঝিলিক দেখব রে সাঁঝ,
আনন্দে তাই নেই চোখে নিদ
রাত পোহালেই কালকে তো ঈদ।নানার দেওয়া জামাটি লাল
দেখতে ভালো পরবো তো কাল,
মেহেন্দি রঙ আঁকব হাতে
আজকে না হয় জাগব রাতে।দেখব ভোরের রবির আলো
কেমন করে ঘোচায় কালো,
মাখবো কিরণ হৃদয় মাঝে
আনন্দ সুর তাই তো বাজে।রেশমি চুড়ি কিনব আমি
হয়নি কেনা একটু দামি,
নানীর সাথে যাব মেলায়
সে নয় হবে একটু বেলায়।রাঁধবে আম্মু কত খাবার!
কত রকম কত বাহার,
আনন্দে তাই বাঁধ ভেঙেছে
ঈদের মজায় মন রেঙেছে।