প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৫, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
জকিগঞ্জে ট্রাক শ্রমিকের ঈদ পুনঃমিলনী ও আলোচনা সভা

শ্রমিকনেতা আব্দুর রহিম চৌধুরী আদু মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা ট্রাক,পিকাপ,কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, জেলার কার্যকরি সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সাধারণ সম্পাদক বিলাল মিয়া, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কানাইঘাট শাখার সভাপতি জসিম উদ্দিন ও বিয়ানীবাজার শাখার সহ-সভাপতি লোকমান উদ্দিন।
শ্রমিক নেতা আব্দুল মালিক মলিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হুসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি শ্রমিকদের জন্য জকিগঞ্জের প্রতিটি বাজারে স্ট্যান্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন আপনাদেরকে এগুলো থেকে গাঁজার আসর, ড্রাগ বিক্রয় ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে হবে। তাহলে আঞ্চলিক বাধার সম্মুখীন হবেন না।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.