
ক্ষতি করাই লক্ষ্য যার
স্বার্থপর তারা হয়,
পরের ভালো চায়না এরা
নেই সেকাজে কোনো ভয়।
ক্ষণিক মোহে আকর্ষণে
বুদ্ধি হীন বোকার দল,
বুঝবে শেষে কেমন জ্বালা
কর্ম দোষে পাবে ফল।
চিরস্থায়ী নয়তো কিছু
যাতে তোমার ছাইছে মন,
কর্ম দোষ থাকবে যেন
যতোই করো মনে পণ।
সবার চোখে বিষের মত
নিন্দা হবে তোমার নাম,
এ জীবনেই দেখতে পাবে
থাকবে নাতো কোনো দাম।
প্রিয় যেসব মনের মাঝে
রেখেছো হায় নেবে বলে,
আশা কেবল থাকবে পড়ে
সেসব ধুয়ে যাবে জলে।