চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকা হতে জান্নাতুল নাঈমা (৮) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ রয়েছে। সে মানসিক প্রতিবন্ধী হওয়ায় ভালোভাবে কথা বলতে পারে না। জান্নাতুল নাঈমা কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন টৈটং ওয়ার্ডের মৌলভী হাসান জুম পাড়ার সৈয়দ কাসেমের মেয়ে। বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পেট্রোল পাম্প সংলগ্ন এ--ব্লকের একটি ভাড়া বাসায় থাকেন শিশুটির সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন তার মা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে নিখোঁজের মা ছেনোয়ারা বেগম যাহার জিডি নং-২২১০/২০২৪।
নিঁখোজের মা ছেনোয়ারা বেগম জানান, গত ২১ মার্চ আনুমানিক দুপুর দেড়টায় সময় আমার সাথে আমার মেয়েকে ঈদের কাপড় কিনে দিতে রিয়াজ উদ্দিন বাজার এলাকায় নিয়ে যায়। এসময় হাত থেকে ছুটে গিয়ে পায়ে হেঁটে অজ্ঞাত স্থানে চলে যায়। এর পর থেকে তার কোনো সন্ধান পাইনি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে একটি প্রিন্টের জামা গায়ে ছিলো। তার গায়ের রং ফর্সা, চুল ছোট ছোট, সে আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি জান্নাতুল নাঈমার সন্ধান পেয়ে থাকেন তাহলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় যোগাযোগের অনুরোধ করা হলো।