প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
অত্যধিক তাপপ্রবাহে আগামী এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ সুজনের

দেশজুড়ে বয়ে চলা অত্যধিক তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী এক সপ্তাহ বন্ধ রাখার অনুরোধ জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। আজ শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত অনুরোধ জানান সুজন।
এসময় সুজন বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দেশজুড়ে বয়ে চলা অত্যধিক তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। পাশাপশি দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝাড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। রীতিমতো হাঁসফাঁস অবস্থা সর্বস্তরের মানুষের। এ অবস্থায় ঈদ উল ফিতর এবং গ্রীস্মকালীন ছুটি শেষে আগামী রবিবার থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলার কথা রয়েছে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় আগামী এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, হঠাৎ করে দেশব্যাপী তাপপ্রবাহ বৃদ্ধি এবং ঋতু পরিবর্তনের ফলে ঘরে ঘরে অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে। জ্বর, সর্দিকাশিতে কাবু ঘরের শিশু থেকে শুরু করে পরিবারের বিভিন্ন বয়সী সদস্যবৃন্দ। বিভিন্ন তথ্যমতে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতেও বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় নতুন করে রোগীর সংখ্যা যাতে না বাড়ে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী এক সপ্তাহ বন্ধ রাখার অনুরোধ জানান নাগরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে সরব থাকা নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.