চট্টগ্রাম মহানগরের শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখার দুইদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ও গত শুক্রবার দুই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। তিনি বাঙালির মনন চিন্তাকে বিস্তৃত করতে রবীন্দ্র চর্চা আরও বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন। অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি এবং জানি তিনি আমাদের বাঙালির অস্তিত্ব, তিনি আমাদের একান্ত নিজের মানুষ। আমাদের ভিতরের আমি যখন কথা বলি তখন আমরা তাঁর কণ্ঠের প্রতিধ্বনি শুনতে পাই।আমরা যখন যা কিছুই ভাবি তা যেন রবীন্দ্রনাথের মত করেই ভাবি। রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের চিন্তা-চেতনার সাংস্কৃতিক পরিধি বিস্তারের প্রতিটি স্তরে একটু একটু করে এগিয়ে দিয়েছেন। বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজিদ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. মকবুল হোসেন, লাকী দাশ, সালমা আকবর। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শান্তা গুহ, অনিরুদ্ধ সেনগুপ্ত, শেলী মল্লিক, নুসরাত জাহান রুনা, সুমিত্রা বিশ্বাস, বহ্নিশিখা রক্ষিত, কান্তা দে, শুভাগত চৌধুরী। একক সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও াংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গীত শিল্পী বনানী শেখর রুদ্র। সঙ্গীত পরিচালনায় ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শান্তা গুহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল। পরে কেন্দ্রীয় কমিটির সভাপতি নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লাকি দাশকে সভাপতি ও শুভাগত চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।