ওরে আমার প্রাণের প্রিয় সই
মাঝেমধ্যে না হয় দুটো ঘরের কথা কই,
এ কারণে পরের কাছে খারাপ হয়েই রই।
কি আর করি শোন্
একটু দিয়ে মন
গতরাতের কেচ্ছা এখন বলব আমি কার
সারা রাতি কষ্টে আমার ঘুম আসেনি আর।
দু-এক কথায় কথা উঠে কতই রাগারাগি
ফ্যানটা ভাগাভাগি ।
অন্য রুমে চলে গেল হঠাৎ রেগে গিয়ে
ফ্যানটা হাতে নিয়ে
গরম জ্বালায় হই যে ভাজি যেমন ভাজে ঘিয়ে।
আমি কী আর অল্প ছাড়ার লোক
এমনতরো গরম রাতে ফ্যানের প্রতি ঝোঁক
রাগটা যতই হোক।
ঘুম না হলে পরের দিনে শরীর চলা দায়
বল থাকে না গায়
সারাদিনই হয় ঝিমােতে ঘুমটা শুধু চায়।
বাদ দিয়ে রাগ আপোস নিলাম করে
তা না হলে থাকতে হতো ফ্যানটা ছাড়া ঘরে
কষ্ট হতো পরে
লাভ বা ক্ষতির হিসাব কষে নেব আমি পরে।