চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক এসব তথ্য জানান। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন জেনারেল রেজিস্টার (জিআর) এবং একজন কমপ্লেইন্ট রেজিস্টার (সিআর) মামলার আসামি।
আসামিরা হলেন কোতোয়ালী থানার আলকরণ ওয়ার্ড বাটা গলির মৃত আবদুল জব্বারের ছেলে মো. আবু হেনা, তার স্ত্রী শামীম আরা বেগম এবং একই থানা এলাকার একই ওয়ার্ডের জিপিও এলাকার মৃত হাজী এয়াকুব আলীর ছেলে হোসাইন আলী সাগর (২৬)।
ওসি বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে থানা এলাকায় বিশেষ একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০৮ সালের একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দুইজন আসামি এবং সিআর মামলার পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।