প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ
দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়পত্র জমা

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেবহাটায় ৯ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। রবিবার (২১ এপ্রিল) শেষ দিনে উপজেলা পদে এসব প্রার্থীরা তাদের স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। যার মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য যে, আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। এছাড়া আগামী ২৭-২৯ এপ্রিল আপিল নিষ্পত্তি করার যাবে। এছাড়া ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। আর ২ মে প্রতীক বরাদ্দ এবং ২১ মার্চ দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.