
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বড় চালানসহ ৩ যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কক্সবাজার চকরিয়ার মোবারক আলি, সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক এবং সন্দ্বীপের মোহাম্মদ আনোয়ার শাহ।গতকাল সোমবার সকালে সন্দেহ হলে এনএসআই ও কাস্টমস এর যৌথ অভিযানে তল্লাশির মাধ্যমে ৩ জন যাত্রীর কাছ থেকে নিখাঁদ স্বর্ণ উদ্ধার করা হয়।
এনএসআই ও কাস্টমস সূত্র জানায়, আনুমানিক ১ কেজির উপরে স্বর্ণ উদ্ধার করা হয়। তারা এই স্বর্ণ তাদের কাপড়ে পেস্টিং করে কম্বলের ভিতরে মুড়িয়ে সুকৌশলে লুকায়িত অবস্থায় বহন করছিল। ইতোপূর্বে, উক্ত যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইএ-১৪৮ ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নজরাধীন বলে তারা জানায়।