প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ
লালমনিরহাটে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে ও বৃষ্টির আশায় লালমনিরহাটের হাতীবান্ধায় ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসুল্লিরা। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার মানুষ নামাজে অংশগ্রহণ করেন।আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চবিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে এই নামাজের আয়োজন করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট হয়ে পড়ছে।
কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল। প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে বিশেষ এ নামাজে অংশ নেন বিভিন্ন এলাকার মুসল্লিরা। এ সময় প্রচণ্ড গরম, তীব্র তাপ প্রবাহ ও খড়া থেকে বাঁচতে দুই রাকাত নামাজ আদায় করেন। এরপর মহান সৃষ্টিকর্তার কাছে পাপের ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য দোয়া করা হয়।নামাজ আদায় করতে আসা মুসল্লী আহসান হাবিব লাভলু বলেন, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত। মহান আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি। নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারি মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল। তাই বৃষ্টির জন্য নামাজ পড়িয়েছি।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.