চট্টগ্রামের ঐতিহ্যবাহী শত বছরের পুরনো আব্দুল জব্বারের বলী খেলার ১১৫ তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার বাঘা শরীফ বলী।
বৃহস্পতিবার বিকালে লালদিঘী মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সারা দেশ থেকে আসা ৮৪ বলীর অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মঈন এগ্রো ফার্ম – এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স ১১৫ তম আব্দুল জব্বারের বলী খেলা। লালদিঘী মাঠে তৈরী বলী খেলার বালির মঞ্চে চুড়ান্ত রাউন্ডে ১২ মিনিটের লড়াইয়ে একই জেলার রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন প্রথমবারের মত প্রতিযোগীতায় খেলতে আসা কুমিল্লার হোমনা থানার বাসিন্দা বাঘা শরীফ বলী। প্রতিযোগীতায় রানাসআপ ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে কুশিল্লার রাশেদ বলী ও পার্বত্য চট্টগ্রাম থেকে আসা সৃজন চাকমা। এই নিয়ে জব্বারের বলী খেলায় সৃজন চাকমা ৩য় বারের মত তৃতীয় স্থান লাভ করলেন।
এবারের লড়াই গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজাহাল বলী ও রানাসআপ জীবন বলি খেলার জন্য নিজের নাম অর্ন্তভুক্ত করেও খেলার পূর্বে শারীরিক অসুস্থতার কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নেন এবং কুমিল্লার বাঘা শরীফ বলী কে খেলানোর প্রস্তাব করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি ও বিশেষ অতিথি বলী খেলা ও মেলার স্পন্সর প্রতিষ্ঠান মঈন এগ্রো ফার্ম – এনএইচটি স্পোর্টস কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীরকে সাথে নিয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন উদ্বোধক সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন।