চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে জিইসি মোড় হতে ও.আর.নিজাম রোডের উভয়পাশের্^ নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। সে সময় ফুটপাত দখল করে ব্যবসায় পরিচালনার দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালীন সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।