চট্টগ্রামের বাকলিয়ার থানাধীন চাক্তাই এলাকায় হুমায়ূন কবির হত্যা মামলার প্রধান আসামি আতিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে বোয়ালখালী থানাধীন আল্লাহওখাড়া মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গত ২৫ এপিল রাত পৌনে নয়টার দিকে চাক্তাই একটি খাবার হোটেলের সামনে হুমায়ূনকে হত্যা করে হাসানসহ অজ্ঞাতনামা কয়েক জন পালিয়ে যায়।এ ঘটনায় হুমায়ূনের বাবা সফিকুর রহমান বাকলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আফতাব হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশ পটিয়া ও বোয়ালখালী থানা এলাকায় ৪৮ ঘন্টার বিরতিহীন অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হয়। আজ সোমবার (গতকাল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।