
ধরনীর মায়া ত্যাগ করে অসিম যাত্রায় পাড়ি জমালেন শ্রী কান্তি লাল গাঙ্গুলী! ভারত থেকে আসার সময় পথে তাকে মলম পার্টির খপ্পরে পরে অসুস্থ হয়ে পড়ে।পরে তাকে বরিশালে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল রাত ৯ টা ৩০ বরিশাল একটি হাসপাতালে তিনি দেহ ত্যাগ করেন (দিব্যান লোকান স গচ্ছুত)। তিনি ছিলেন সকলের আপনজন। যে কারো সমস্যায় তিনি চুপ করে বসে থাকতেননা। মানুষের উপকার করতে পারাটা ছিল তার জন্যে তৃপ্তিকর।সমাজকর্মের পাশাপাশি তিনি সনাতন ধর্মীয় প্রচার কাজ করতেন। বোরহানউদ্দিন উপজেলায় বড়মানিকা বাটামারা গ্রামে শ্রী শ্রী রাধা কৃষ্ণ ও লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি। লালমোহনের রায়চাঁদ,চরফ্যাশনের ওসমানগঞ্জে তার অনেক শিষ্য রয়েছে। তিনি বোরহানউদ্দিন উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে ভোলার সাংবাদিকসমাজ,বোরহানউদ্দিন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।