প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
রাণীশংকৈল ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে তৈমুল হক (৫৫) নামে
এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ।
বৃহস্পতিবার(২ মে) উপজেলার রামপুর বাজারের পূর্বপাশে পাকা সড়ক সংলগ্ন
ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তৈমুল উপজেলার ধর্মগড় ইউনিয়নের
সড়কটলী নুনতোর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্থানীয় এক কৃষক
ভুট্টাক্ষেতে পানি দিতে গিয়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। খবর পেয়ে
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইমস)
আসাদুজ্জামান, এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানা ঘটনাস্থল
পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃতের ছেলে সানাউল ইসলাম ও ভাই নজরুল ইসলাম জানান গত শনিবার সকালে তৈমুল
হক বাড়ি থেকে বের হয়। এর পর অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন
শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে
পাঠানো হচ্ছে । ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা হবে।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.