বায়েজিদ বোস্তামী থানার এএসআই রাজীব বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন মাদকব্যবসায়ী কালো প্রাইভেট কারযোগে চোলাইমদসহ কুয়াইশ রোড দিয়ে অক্সিজেন মোড়ের দিকে আসছে। তখন এএসআই রাজীব বড়ুয়া সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়স্থ হোটেল জামান সংলগ্ন ব্যাংক এশিয়ার সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট করাকালে কুয়াইশের দিক থেকে আসা একটি কালো রঙের প্রাইভেটকার যার রেজি. নং- চট্ট মেট্রো-গ ১৩-৯৩২১-কে থামানোর জন্য সিগন্যাল দেন। তখন প্রাইভেটকার চালক অস্থায়ী চেকপোস্টের সামনে প্রাইভেটকারটি থামিয়ে গাড়ির দরজা খুলে পালানোর চেষ্টাকালে এএসআই রাজীব বড়ুয়া সঙ্গীয় অফিসার-ফোর্সদের সহায়তায় অভিযুক্ত পাইসিথুই মারমা (২৮)-কে আটক করেন। আটককৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়ামতে উক্ত প্রাইভেটকার থেকে ২ দুইশতমলিটার চোলাই মদ উদ্ধারপূর্বক জব্দ করেন। পরবর্তীতে এএসআই রাজীব বড়ুয়া ধৃত অভিযুক্তসহ থানায় এসে লিখিত এজাহার দায়ের করলে বায়েজিদ বোস্তামী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রুজু হয়।