চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৭। গত বুধবার দুপুরে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুজনকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও। গ্রেফতার দুইজন হলো, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের আবু তৈয়বের ছেলে তোফায়েল আহম্মদ (২৭) এবং কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার বৈদ্যঘোনা গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে মো. ইছহাক (৪০)। গ্রেফতার দুইজন এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নূরুল আবছার জানান, পিকআপ ভ্যানের পেছনে ২টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো ছিলো ৩০ কেজি গাঁজা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।