প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৪, ৮:৩৯ পূর্বাহ্ণ
লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

নানা কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালন করেছে লালমনিরহাট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
এ উপলক্ষে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ের সামন থেকে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে মিশন মোড় গোল চত্বর প্রদক্ষিণ করে আবারো কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
পরে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পির নেতৃত্বে, আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন, বাস মালিক সমিতির অন্যতম সদস্য প্রভাষক সফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে সাধারণ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেন, লালমনিরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ববৃন্দ।
Copyright © 2025 বাংলা খবর পত্রিকা. All rights reserved.